গ্রেফতারের দেড় ঘণ্টা পর মুক্ত ছাত্রলীগ নেতা সারোয়ার

সিলেট, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-09-01 10:40:24

ইন্টার্ন চিকিৎসককে হুমকির মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। জামিনের কাগজপত্র দেখালে গ্রেফতারের দেড় ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার (১৪ মে) বেলা ১টার দিকে সিলেট নগরীর বন্দর বাজার কোর্ট পয়েন্ট এলাকা থেকে সারোয়োর হোসেনকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, সারোয়ার হোসেন মঙ্গলবার সকালে আদালত থেকে জামিন নিয়েছেন বলে কাগজপত্র দেখিয়েছেন।

গত ৯ মে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসককে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠে ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেনের বিরুদ্ধে।

এ ঘটনায় আন্দোলনে নামেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। কলেজ কর্তৃপক্ষ সারোয়ার হোসেন চৌধুরীকে আসামি করে সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, উইমেন্স মেডিকেলের দায়ের করা মামলায় মঙ্গলবার দুপুরে সারোয়ার হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়। তবে তিনি মঙ্গলবার সকালে আদালত থেকে জামিন নিয়েছেন বলে জানান। জামিনের কাগজ দেখানোর পর তাকে ছেড়ে দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর