কুমিল্লায় নকল শরবতের পাউডার তৈরির কারখানায় র‌্যাবের অভিযান

কুমিল্লা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-28 05:45:11

কুমিল্লার চান্দিনায় নকল শরবতের পাউডার তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার মাধাইয়ার সোনাপুর এলাকায় কুমিল্লার র‌্যাব-১১ সিপিস-২ এর এক্সপার্ট টিম ঝটিকা অভিযানটি পরিচালনা করে।

এ সময় ৭ লক্ষ টাকার ক্ষতিকর কেমিক্যাল, মানব দেহের জন্য ক্ষতিকারক রং, স্যাকারিন, বিষাক্ত নকল শরবতের পাউডার জব্দ করা হয়।

কুমিল্লা র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কমান্ডার প্রণব কুমার বার্তা২৪.কম-কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনার মাধাইয়ার সোনাপুর এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ৭ লক্ষ টাকার ক্ষতিকর কেমিক্যাল, মানব দেহের ক্ষতিকারক রং, স্যাকারিন, বিষাক্ত নকল শরবতের পাউডার জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ভেজাল বিরোধী এই অভিযান প্রতিদিন, নিয়মিতই কুমিল্লার বিভিন্ন এলাকায় চলবে বলে র‌্যাবের এই কর্মকর্তা জানান।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুল ইসলাম এবং জেলা স্যানিটেশন কর্মকর্তা অমলেন্দু ডান্ডারি।

এ সময় বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার আইনে নামহীন নকল কারখানাটিকে ৫০হাজার টাকা নগদ জরিমানা এবং অবৈধভাবে তৈরি কারখানাটিকে সিলগালা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর