রমজানে বাস-লঞ্চ টার্মিনালে বিশুদ্ধ পানি সরবরাহের দাবি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 08:14:05

পবিত্র রমজান মাসে যাত্রী ও পথচারীদের সেহেরি ও ইফতারি গ্রহণের সুবিধার্থে বাস ও লঞ্চ টার্মিনালে সরকারিভাবে বিশুদ্ধ ঠাণ্ডা পানীয় জলের ব্যবস্থা রাখার দাবি জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে নগরীর সদরঘাটে ভাসমান যাত্রী ও পথচারীদের মাঝে ইফতারি বিতরণকালে তিনি এই দাবি জানান।

মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বর্তমানে দেশ নানাক্ষেত্রে এগিয়ে গেলেও দেশের নিম্ন মধ্য আয়ের মানুষের জন্য বরাদ্দ খুবই কম। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতসহ প্রতিবেশী দেশগুলোতে ভাসমান যাত্রী ও পথচারীদের জন্য বাস-লঞ্চ টার্মিনালে সরকারিভাবে ঠাণ্ডা পানীয় জলের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে জাতীয় বাজেট কয়েক লক্ষ কোটি টাকা, এই ক্ষেত্রে সরকার চাইলে জনকল্যাণমুখী এই কাজটি করে রাষ্ট্রীয়ভাবে বাস-লঞ্চ টার্মিনালে নাগরিকদের জন্য এক গ্লাস ঠাণ্ডা পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে পারে।’

বেসরকারি উন্নয়ন সংগঠন পার্থওয়ে আয়োজিত উক্ত ইফতার বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্থওয়ের নির্বাহী পরিচালক মোঃ শাহিন।

এ সম্পর্কিত আরও খবর