রেলের ৫০ ভাগ টিকিট মিলবে মোবাইল অ্যাপে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 23:51:55

এবার ট্রেনের ৫০ ভাগ টিকিট রেল সেবা অ্যাপের মাধ্যমে বিক্রি হবে। আর বাকি ৫০ ভাগ স্টেশন কাউন্টারে বিক্রি হবে বলে জানিয়েছে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (১৫ মে) দুপুরের রেলভবনের সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, 'আগামী ২২ মে থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। একই দিনে রেল সেবা মোবাইল অ্যাপের মাধ্যমে ৫০ ভাগ টিকিট কিনতে পারবেন যাত্রীরা।'

তিনি আরও বলেন, 'যদি মোবাইল অ্যাপের মাধ্যমে ৫০ ভাগ টিকিটের সব বিক্রি না হয়। তাহলে বাকি টিকিটগুলো পরবর্তীতে ঢাকার যে পাঁচটি স্টেশন থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হবে সেসব কাউন্টারে দিয়ে দেওয়া হবে।'

আরও পড়ুন: ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২২ মে

এ সম্পর্কিত আরও খবর