ঈদযাত্রায় থাকবে বিশেষ ৮ জোড়া ট্রেন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 09:29:41

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ঢাকা থেকে বিশেষ ৮ জোড়া ট্রেন পরিচালনা করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (১৫ মে) দুপুরে রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘এসব ৮ জোড়া বিশেষ ট্রেন আগামী ২ জুন থেকে ৬ জুন পর্যন্ত বিভিন্ন রুটে চলাচল করবে।’

যাত্রীবাহী ট্রেন চলাচলের সুবিধার্থে ঈদের তিন দিন পূর্বে থেকে কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া কোনো গুডস ট্রেন চলাচল করবে না বলেও জানান তিনি।

আট জোড়া বিশেষ ট্রেনগুলো হলো

দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (এক জোড়া)- ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা

চাঁদপুর ঈদ স্পেশাল (দুই জোড়া)- চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম

মৈত্রীর রেক দিয়ে খুলনা ঈদ স্পেশাল (৩ জুন দিবাগত রাতে ১ ট্রিপ চলবে)- খুলনা-ঢাকা-খুলনা

ঈশ্বরদী ঈদ স্পেশাল- ঢাকা-ঈশ্বরদী-ঢাকা

লালমনি ঈদ স্পেশাল- লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট

শোলাকিয়ায় স্পেশাল ১ (ঈদের দিন)- ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার

শোলাকিয়া স্পেশাল (ঈদের দিন)- ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ

আরও পড়ুন: রেলের ৫০ ভাগ টিকিট মিলবে মোবাইল অ্যাপে

আরও পড়ুন: ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২২ মে

আরও পড়ুন: টিকিট কালোবাজারি রোধে কঠোর ব্যবস্থা: রেলমন্ত্রী

এ সম্পর্কিত আরও খবর