গরু-ছাগল চুরি ঠেকাতে ওসির মাইকিং

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-27 13:05:06

রাতে তো বটেই দিনেদুপুরেই গরু-ছাগল চুরি হয়ে যাচ্ছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়। কিন্তু পুলিশের পক্ষে তো সব জায়গায় পাহারা বসানো সম্ভব নয়। এর একটা বিকল্প উপায়ও খুঁজে বের করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। অব্যাহত গরু-ছাগল চুরি ঠেকাতে ওসির উদ্যোগে তাড়াশ উপজেলার আট ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও জনসমাগমস্থলে মাইকিংক করে চুরি ঠেকানোর প্রচারণা। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে এ জনসচেতনতামূলক কাজ। স্থানীয়রা জানান, গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরু-ছাগল চুরি হচ্ছে। বিশেষ করে বিভিন্ন ফসলি মাঠ ও আঞ্চলিক সড়কে বিচরণ করা ছাগল বিভিন্ন যানবাহনে তুলে নিয়ে চলে যাচ্ছে চোরের দল। এই চুরি ঠেকাতে গরু-ছাগল লালন পালন করা কৃষকদের সচেতন করতে মাইকিং করে সচেতনা সৃষ্টির জন্য ওই অভিনব উদ্যোগ নিয়েছেন ওসি মিজানুর রহমান। এ বিষয়ে ওসি মো. মনজুর রহমান বলেন, মূলত শীতের এ সময়টাতে সড়ক ও ফসলি মাঠ ফাঁকা থাকায় গরু-ছাগল চুরি হওয়ার আশঙ্কা থাকে। এজন্য মাইকিং করে সচেতনা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর