রাজশাহীতে প্রাণ-তীর-ড্যানিশসহ নিষিদ্ধ ৫২ পণ্যের ছড়াছড়ি

রাজশাহী, জাতীয়

হাসান আদিব, স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-30 23:04:50

হাইকোর্ট কর্তৃক 'নিষিদ্ধ' ঘোষিত ৫২ ভেজাল পণ্যের ছড়াছড়ি রাজশাহীর দোকানগুলোতে। গত ১২ মে বাজার থেকে ১০ দিনের মধ্যে এসব পণ্য প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হলেও এখনো দোকানগুলোতে মজুদ রয়েছে, চলছে বিক্রিও।

বুধবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টা। রাজশাহীর সাহেব বাজার ১নং গদির মোশাররফ হোসেনের দোকানে কেনাকাটা করতে এসেছেন সাগরপাড়া এলাকার মিলি বেগম। তিনি প্রাণের হলুদের গুঁড়া, কারি পাউডার, লাচ্ছা সেমাই, রূপচাঁদার সরিষার তেল ও মোল্লা সল্টের লবণ কিনে ব্যাগে ভরে রেখেছেন।

নিম্নমান ও ভেজাল হওয়ায় এসব পণ্য নিষিদ্ধ, তবুও কিনছেন কেন? এমন প্রশ্নে মিলি বেগম যেন আকাশ থেকে পড়েছেন! তিনি জানেনই না এসব পণ্য আদালত থেকে নিষিদ্ধ। সামনে দাঁড়ানো দোকান মালিক মোশাররফ হোসেনও দাবি করলেন, তিনি জানেন না কোন কোন পণ্য নিষিদ্ধ। ফলে আদালতের নির্দেশনার পরও দোকান থেকে সেগুলো সরানো হয়নি।

শুধু নগরীর সাহেব বাজারে নয়, নিউমার্কেট, লক্ষ্মীপুর, কোর্ট কাঁচাবাজার, বিনোদপুর, কাজলা, হড়গ্রাম বাজার ঘুরেও দেখা গেছে ভেজাল পণ্যের ছড়াছড়ি। অধিকাংশ ক্রেতা পণ্যগুলো সম্পর্কে জানেন না। অনেক বিক্রেতারও দাবি- তারা পণ্য নিষিদ্ধ হওয়ার বিষয়টি শুনেছেন, তবে সেটা কোন কোন পণ্য তা জানেন না। আবার অনেকে জানলেও লোকসানের ভয়ে ক্রেতাদের ধোঁকা দিয়ে নিম্নমানের নিষিদ্ধ পণ্য বিক্রি করছেন।

নগরীর বড় বাজারগুলো ঘুরে দেখা গেছে, ভেজাল ও নিম্নমান হওয়ায় আদালতে নিষিদ্ধ ৫২টি পণ্য দেদারছে বিক্রি করছেন দোকানিরা। প্রকাশ্যেই পণ্যগুলো দোকানে সাজিয়ে রেখেছেন।

পণ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ড্যানিশের হলুদের গুঁড়া, প্রাণের হলুদের গুঁড়া, তানভির ফুডের ফ্রেশের হলুদের গুঁড়া, এসিআইয়ের ধনিয়ার গুঁড়া, প্রাণের কারি পাউডার, ড্যানিশের কারি পাউডার, সিটি ওয়েলের তীর সরিষার তেল, গ্রিন ব্লিচিংয়ের জিবি সরিষার তেল, শবনমের পুষ্টি সরিষার তেল, বাংলাদেশ এডিবল ওয়েলের রূপচাঁদা সরিষার তেল, প্রাণের লাচ্ছা সেমাই ও মোল্লা সল্টের আয়োডিনযুক্ত লবণ।

নগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে সাহেব বাজারে কেনাকাটা করতে আসা তাশফিয়া আক্তার বলেন, 'এগুলো দীর্ঘদিন ধরে কিনছি। এখন শুনছি, পণ্যগুলো ভেজাল। তাহলে কিনব কোনটা? নামিদামি কোম্পানির পণ্য যদি ভেজাল হয়, তবে নাম না জানা কোম্পানির পণ্য কিনে কী ভালো মনে খাওয়া যাবে?'

শফিকুল ইসলাম নামে আরেক ক্রেতা বলেন, ভেজাল হওয়ায় পণ্য নিষিদ্ধের বিষয়টি জেনেছি। তবে দোকানে আসলে কেনার সময় ভুলে যেতে হচ্ছে। আমি গতকালও রূপচাঁদার সরিষার তেল কিনে নিয়ে গিয়েছিলাম। বাড়ি থেকে বলল, এটা ভেজালের কারণে নিষিদ্ধ। পরে সেটা বাদ দিয়ে স্থানীয় ব্রান্ডের একটি সরিষার তেল কিনে নিয়ে গেছি।'

রাজশাহীর বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পত্র-পত্রিকা ও টিভিতে তারা দেখেছেন, ৫২টি পণ্য নিষিদ্ধ করা হয়েছে। সেগুলো আগামী ১০ দিনের মধ্যে বাজার থেকে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে। তবে কোন কোম্পানির, কি কি পণ্য তা পরিষ্কার করে কিছু জানেন না। সরকার বা কোম্পানির পক্ষ থেকেও তাদেরকে কিছু জানানো হয়নি। তাই তারা বিক্রি বন্ধও করেননি।

নগরীর ‘শাহ আলম অ্যান্ড সন্স’ এর মালিক মো. শরিফুল ইসলাম বলেন, ‘৫২টি পণ্য আদালত বাতিল করছেন, তা আমরা শুনেছি। তবে পরিষ্কার কোনো নির্দেশনা আমরা এখনও পাইনি। তাই কোন সিদ্ধান্ত নিতে পারিনি।’

পিএনপি টেডার্সের মালিক বিদ্যা প্রসাদ বলেন, 'বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে নামিদামি কোম্পানির পণ্য যে ভেজাল, তা আমাদের অবাক করেছে। বুঝে উঠতে পারছি না, এগুলো বাতিল হবে নাকি আবার সবাই বেচতে পারবে। যদি কদিন বাদে সব ঠিকঠাক হয়ে যায়, তবে আমার কেনা পণ্য সরিয়ে ফেললে আমিই লোকসানে পড়ব। তাই এখনও সিদ্ধান্ত নেয়নি।'

নগরীর হড়গ্রামের শামীম ভ্যারাইটি স্টোরের মালিক সাজেদুর রহমান বলেন, ‘কতকিছুই তো নিষিদ্ধ হয়, পরে আবার ঠিক হয়ে যায়। এবারও তাই হবে। টাকা দিয়ে কোম্পানির কাছ থেকে পণ্য কিনেছি। ফেলে দিলে তো আমারই লস (ক্ষতি)। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়!’

বিনোদপুর বাজারের রহমান সন্স মালিক আব্দুর রহমান বলেন, 'যে ৫২টি পণ্য আদালত নিষিদ্ধ করেছে, রাজশাহীর বাজারে তার ২০/২২টি চলে। অন্যগুলো বাজারে নেই বললেই চলে। কেউ কিনতেও চাই না। মূলত প্রাণ, রূপচাঁদা, এসিআই, পুষ্টি, ফ্রেস ও ড্যানিশের পণ্যগুলো বাজারে চলত। সেগুলো সরিয়ে ফেলতে হবে। আমি দ্রুত সেগুলো সরিয়ে নেব।' আদালতের সিদ্ধান্তকে সাধুবাদও জানান তিনি।

জানতে চাইলে রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের বার্তা২৪.কম-কে বলেন, 'জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের টিম প্রতিদিন নগরীর বিভিন্ন বাজারে দিনভর অভিযান পরিচালনা করছে। জরিমানা করছে, সকলকে সতর্ক করছে। গণমাধ্যমেও বিষয়টি ফলাও করে প্রচার হচ্ছে। সবাই বিষয়টি এরই মধ্যে অবগত হয়েছেন বলেই আমার বিশ্বাস। তবুও কেউ কেউ যদি দাবি করে থাকে, তারা এখনও জানেন না। তবে বিষয়টি অবগত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'প্রশাসন চেষ্টা করে যাচ্ছে, এখানে যারা ক্রেতা সেই সাধারণ মানুষকে সচেতন এবং বিক্রেতাদের দায়িত্বশীল হতে হবে। একজন নাগরিক হিসেবে ন্যূনতম দায়িত্বশীল হলে ভেজাল ও নিম্নমানের এসব পণ্য কেউ বিক্রি করবে না বলে আমার বিশ্বাস।'

এ সম্পর্কিত আরও খবর