শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের কার্যক্রম শুরু ১৫ জুন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 07:11:36

আগামী ১৫ জুনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কার্যক্রম পুরোদমে চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, 'বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সকল যন্ত্রপাতি এসে গেছে। সেগুলো এখন বসানো হচ্ছে। সেখানে প্রয়োজনীয় জনবলের নিয়োগ অনেকটাই সম্পন্ন হয়েছে। বাকি নিয়োগ আমরা শীঘ্রই সস্পন্ন করব। আশা করছি ১৫ জুনের মধ্যেই আমরা বার্ন ইনস্টিটিউটের কার্যক্রম পুরোদমে শুরু করব।'

বৃহস্পতিবার (১৬ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকারি হাসপাতালগুলোতে দ্বিতীয় শিফট করার বিষয়ে পরিকল্পনা হচ্ছে জানিয়েছে তিনি বলেন, 'ইমার্জেন্সি, মেডিসিন বিভাগ ছাড়া অন্যান্য ডাক্তারদের কর্মঘণ্টা হল সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এজন্য ২টার পরে গেলে হাসপাতালে ডাক্তার কম দেখা যায়। তার মানে এই নয় যে ডাক্তাররা অনুপস্থিত। এজন্য সেকেন্ড শিফট চালু করা যায় কি না তা নিয়ে আমরা ভাবছি।'

মন্ত্রী বলেন, 'স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করাটাই আমাদের মূল লক্ষ্য। এজন্য হাসপাতালগুলোতে মনিটরিং বৃদ্ধি করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ৫ হাজার বেডে উন্নীত করার কাজ শুরু হয়ে গেছে। আগামী চার বছরের মধ্যে পর্যায়ক্রমে কাজ সম্পন্ন হবে।'

এখন ২ হাজার ৬০০ বেড হলেও চার হাজার রোগীর ধারণ ক্ষমতা রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্য সুরক্ষা আইনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এ আইন প্রণয়নের কার্যক্রম চলছে। ইতোমধ্যে আইনটি মন্ত্রিসভায় নিয়েছিলাম। তারা কিছু অবজার্ভেশন দিয়েছিল। সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে।'

এ আইন হলে কি কি সুফল পাওয়া যাবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'অন্যায় হলে জবাবদিহিতা থাকবে। এ আইনের মাধ্যমে সেবার মান বাড়বে। অযাচিতভাবে কোনো ডাক্তার বা নার্সকে হামলা করলে এ আইনে ব্যবস্থা নেয়া যাবে।'

এ সম্পর্কিত আরও খবর