কানাডায় হান্টরে শলার পুরষ্কার জিতল বাংলাদেশি ফাবিহা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 07:17:38

গবেষণায় অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ কানাডায় মর্যাদাপূর্ণ হান্টরে শলার পুরষ্কার জিতেছেন বাংলাদেশি শিক্ষার্থী ফাবিহা বুশরা। ২০১৯ সালে সেরা গবেষণাপত্রের জন্য তাকে এই পুরষ্কার দেওয়া হয়েছে।

অর্থনীতি নিয়ে গবেষণায় উৎসাহিত করার জন্য প্রতিবছর এই পুরষ্কারটি দেয় কানাডার কার্লটন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রখ্যাত অধ্যাপক হান্টরে শলারের স্মরণে ২০১৫ সালে এই পুরষ্কার প্রবর্তন করা হয়।

ফাবিহা কানাডার কার্লটন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। সম্প্রতি ওই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে সে। একাডেমিক ফলাফল ও অর্থনীতি নিয়ে গবেষণায় অনন্য সাধারণ কৃতিত্ব ও মুনশিয়ানা প্রদর্শন করায় তাকে বিভাগের সুপারিশের ভিত্তিতে মর্যাদাপূর্ণ এই পুরষ্কারে সম্মানিত করা হয়েছে।

ফাবিহা বর্তামানে একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম শুরুর প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ফাবিহা বুশরার পিতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মাদ জয়নুল আবেদিন। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামে চুনাতিতে।

এ সম্পর্কিত আরও খবর