বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 23:31:42

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঘোষণা অনুযায়ী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

শুক্রবার (১৭ মে) সকাল ছয়টা থেকে কল্যাণপুর ও গাবতলী এলাকায় বিভিন্ন কাউন্টারে বাসের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে।

কাউন্টারে টিকিট কিনতে মানুষের ভিড়, ছবি: সুমন শেখ

শ্যামলী পরিবহনের কাউন্টার ম্যানেজার কিশোর বার্তা২৪.কম-কে জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সকাল ছয়টা থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গগামী সকল রুটের কাউন্টারে ঈদের আগাম টিকিট বিক্রি করা হচ্ছে।

তিনি আরও বলেন, 'আগামী ৫ জুন ঈদের সম্ভাব্য তারিখ ধরে। অগ্রিম টিকেট বিক্রি করা হচ্ছে।' 

জানা যায়, ১৭ ই মে বিক্রি হচ্ছে ৩০ শে মে'র টিকিট, ১৮ মেয়ে দেওয়া হচ্ছে ৩১ মে'র টিকিট, ১৯ মে দেওয়া হচ্ছে ১ জুনের টিকিট, ২০ মে দেওয়া হচ্ছে ২ জুনের টিকিট, ২১ মে দেওয়া হচ্ছে ৩ জুনের টিকিট, ২২ মে দেওয়া হচ্ছে ৪ জুন এর টিকিট।

এ সম্পর্কিত আরও খবর