এক ঘণ্টায় শেষ ৩ জুনের টিকিট

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 00:43:31

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকেট বিক্রি শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই ৩ জুনের সকল টিকেট বিক্রি শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন।

শুক্রবার (১৬ মে) সকাল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এদিন ৩০ তারিখ এবং ৩ তারিখ টিকিটের সবচেয়ে বেশি চাপ লক্ষ্য করা গেছে। 

আরও পড়ুন: বাসের অগ্রিম টিকিট পেতে কাউন্টারে দীর্ঘ লাইন

হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন বার্তা২৪.কম-কে বলেন, '৩ তারিখের সকল রুটের টিকিট শেষ হয়ে গেছে।'

বাসের টিকিট পেয়ে আনন্দিত এ যাত্রী, ছবি সুমন শেখ

এক ঘণ্টার মধ্যে এত টিকিট শেষ হয়ে যাওয়া যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, '২০-২৫টা গাড়ি চলবে সকল রুটে। তো এই গাড়িতে আর টিকিট থাকেই বা কত। আর একজন যাত্রী পাঁচ-ছয়টা করে টিকিট নিচ্ছেন, টিকিট শেষ হয়ে যাবে এটাই তো স্বাভাবিক।'

তিনি আরও বলেন, 'যদি রাস্তার অবস্থা ভালো থাকে, তাহলে ঈদের আগে আমরা কিছু স্পেশাল সার্ভিস চালু করব, যেগুলোর টিকিট আমরা তিন চারদিন পরে থেকে আবার দেওয়া শুরু করব।'

তবে টিকিট শেষ হয়ে যাওয়ার বিষয়ে যাত্রীরা ভিন্ন অভিযোগ জানিয়েছেন। কিরণ নামের এক টিকেট প্রত্যাশী অভিযোগ করে বলেন, 'এত দ্রুত টিকিট শেষ হয়ে যায় নাই। টিকিট এখন বিক্রি করছে না পরে বেশি দামে বিক্রি করবে। ৩ তারিখের কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে অনেকেই বাধ্য হয়ে ৪ তারিখের টিকিট কিনছেন।'

আরও পড়ুন: বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

এ সম্পর্কিত আরও খবর