মিলছে না কাঙ্ক্ষিত টিকিট, ভাড়া নিয়েও অসন্তোষ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 18:01:19

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও যাত্রীরা পাচ্ছেন না তাদের কাঙ্ক্ষিত দিনের টিকিট। ভাড়া নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা।

শুক্রবার (১৬ মে) রাজধানীর গাবতলী ও কল্যাণপুর বাস কাউন্টারে টিকিট প্রত্যাশী যাত্রীরা এসব অভিযোগ করেন।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামের এক টিকিট প্রত্যাশী বার্তা২৪.কম-কে বলেন, 'আমি যাব ঠাকুরগাঁও। অন্যান্য সময় ঢাকা থেকে ঠাকুরগাঁও ভাড়া নেওয়া হয় ৬০০টাকা। ঈদ উপলক্ষে ভাড়া বাড়িয়ে নেওয়া হচ্ছে ৮৫০ টাকা। তুলনামূলক অন্যান্যবারের চেয়ে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।'

আরেক যাত্রী শাকিল হাসান অভিযোগ করে বার্তা২৪.কম-কে বলেন, 'ঢাকা থেকে নাটোর স্বাভাবিক সময়ের ভাড়া ৪০০ টাকা এখন নেওয়া হচ্ছে ৬০০ টাকা। বাড়তি ভাড়া দিয়ে টিকিট কেটেও ৩ তারিখের কোন টিকিট না পেয়ে বাধ্য হয়ে ৪ তারিখে টিকিট কেটেছি।'

সুলতানা জাহান নামের একজন বার্তা২৪.কম-কে বলেন, 'সকাল থেকে দাঁড়িয়ে থেকে টিকিট পেয়েছি এখন। তবে সিট হয়েছে একেবারে পেছনে।' তবে কাউকে সামনের সিট দেওয়া হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।

এসব অভিযোগের বিষয়ে হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মো. আলমগীর কবির বার্তা২৪.কম-কে বলেন, 'আমরা বাড়তি ভাড়া রাখছি না, সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে।'

আরও পড়ুন: এক ঘণ্টায় শেষ ৩ জুনের টিকিট

এ সম্পর্কিত আরও খবর