ঝড়ে বায়তুল মোকাররমে প্যান্ডেল ভেঙে নিহত ১, আহত ২০

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 08:11:44

ঝড়ের বাতাসে রাজধানীর গুলিস্থানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে একটি অস্থায়ী প্যান্ডেল ভেঙে শফিকুল ইসলাম (৩৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্ততপক্ষে ২০ জন আহত হয়েছেন। 

শুক্রবার (১৭ মে) রাত ৮টায় বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার মিশু বিশ্বাস।     

মিশু বিশ্বাস জানান, এর আগে হঠাৎ করে রাজধানীতে দমকা হাওয়ার কারণে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ পাশের প্যান্ডেল ভেঙে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আতাবস্থায় ২৫ জনকে উদ্ধার করে। গুরুতর আহতদেরকে ঢামেকে পাঠানো হয়। 

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বার্তা২৪.কমকে জানান, গুরুতর আহতদের ঢামেকে আনা হয়েছে। এদের মধ্যে একজন নিহত হয়েছেন। বাকিদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।    

এর আগে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানীতে হঠাৎ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হয়েছে। একই সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়। ঝড়ের তাণ্ডবে রাজধানীর বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: ঝড়ে দেয়াল ধসে বাড্ডায় নিহত ২

আরও পড়ুন: রাজধানীতে হঠাৎ ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড় 

এ সম্পর্কিত আরও খবর