সাক্ষীর অভাবে জামিন পায় অজ্ঞান পার্টির সদস্যরা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 22:14:24

মামলার সাক্ষীর অভাবে অজ্ঞান পার্টির সদস্যরা খুব দ্রুত জামিন পায়। জামিনে বাইরে এসে আবারও প্রতারণার কাজে জড়িয়ে পড়ে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান।

শনিবার (১৮ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে গ্রেফতার ৬২ জন অজ্ঞান পার্টির সদস্যদের সম্পর্কে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মাহবুবুর রহমান বলেন, ‘অজ্ঞান পার্টির সদস্যরা এখন শুধু অজ্ঞান পার্টির সদস্য হিসেবে কাজ করে না। তারা ট্যাবলেট মিশ্রিত খাদ্য দ্রব্য টার্গেটকৃত ব্যক্তিদের খাওয়ায়। তাদের কাছে যা আছে সব নিয়ে নেয়। পরবর্তীতে ওই অচেতন ব্যক্তিকে তাদের নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়। ভিকটিমের মোবাইল ফোন দিয়েই তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।

তিনি আরও বলেন, ‘অজ্ঞান পার্টির সদস্যদের আমরা এক বার গ্রেফতার করি। তারা কারাগারে যায় আবার খুব দ্রুত মুক্তি পায়।’

মাহবুবুর রহমান বলেন, ‘প্রথমত ভিকটিম মামলা করতে আগ্রহী হয় না। আর মামলা হলেও পর্যাপ্ত সাক্ষীর অভাবে অজ্ঞান পার্টির সদস্যরা বারবার ছাড়া পেয়ে যায়।’

আরও পড়ুন: রাজধানীতে অজ্ঞান পার্টির ৬২ সদস্য আটক

এর আগে শুক্রবার (১৭ মে) সারাদিন গোয়েন্দা পুলিশের অভিযানে রাজধানী থেকে ৬২ জন অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেফতার করা হয়।

এ সম্পর্কিত আরও খবর