৫ স্টেশনে রেলের টিকিট: স্বস্তির প্রত্যাশা

ঢাকা, জাতীয়

তৌফিকুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 12:41:57

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আগামী ২২ মে থেকে পাঁচ দিনব্যাপী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে। টিকিটপ্রত্যাশীদের দুর্ভোগ কমাতে এবারই প্রথম কমলাপুর স্টেশনসহ পাঁচটি স্থানে অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

ঈদ উপলক্ষে প্রতিদিন ২৭ হাজার আগাম টিকিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে। এর প্রায় অর্ধেক অর্থাৎ ১৪ হাজার টিকিট বিক্রি হবে নতুন রেল সেবা অ্যাপের মাধ্যমে। এসবের ফলে যাত্রীদের টিকিটযুদ্ধে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর দুর্ভোগ অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যেসব রেলস্টেশনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে- কমলাপুর রেলস্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন ও ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন)।

রেলওয়ে সূত্রে জানা যায়, যাত্রীদের দুর্ভোগের কথা মাথায় রেখে বিভিন্ন অঞ্চলের টিকিট এই পাঁচটি স্টেশনে ভাগ করে দেওয়া হবে।

কমলাপুর স্টেশন থেকে দেওয়া হবে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট। এগুলো যমুনা সেতুর উপর দিয়ে যাবে।

বিমানবন্দর স্টেশন থেকে দেওয়া হবে চট্টগ্রাম-নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট।

তেজগাঁও স্টেশন থেকে দেওয়া হবে ময়মনসিংহ-জামালপুরগামী আন্তঃনগর ট্রেনের টিকিট।

বনানী স্টেশন থেকে দেওয়া হবে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেস ট্রেনের টিকিট।

ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) থেকে দেওয়া হবে সিলেট ও কিশোরগঞ্জগামী আন্তঃনগর ট্রেনের টিকিট।

নিয়মিত ট্রেনে যাতায়াত করেন চাকরিজীবী রশিদ শিকদার। বার্তা২৪.কমকে তিনি বলেন, ‘রেল এবার যে উদ্যোগ নিয়েছে টিকিট নিয়ে, নিঃসন্দেহে সেটা ভালো। তবে যাত্রীদের দুর্ভোগ সত্যিই কতটা কমবে, সেটি এখন দেখার বিষয়।’

আরেক যাত্রী মাসুদ রানা বার্তা২৪.কমকে বলেন, ‘আমি চট্টগ্রামে ঈদ করতে যাব। ঈদ উপলক্ষে ট্রেনের আসন তো বাড়েনি, মানুষ বেড়েছে। সেক্ষেত্রে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন, সেটা আগের মতই হবে। তবে সার্বিকভাবে টিকিট কাটার সময় যে দুর্ভোগ হয়, সেটি আগের চেয়ে কিছুটা কম হতে পারে এবার।’

কমলাপুর রেলস্টেশন

গত বুধবার (১৫ মে) রেলভবনে ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, ‘এবার ঢাকায় পাঁচটি স্টেশনে ৩৫টি কাউন্টার থেকে টিকিট দেওয়া হবে। রেলপথে ঈদযাত্রায় ১৩০০ থেকে ১৪০০ নতুন বগি সংযোজন করা হবে। ৯৪টি আন্তঃনগর ট্রেন সার্ভিসের সাথে ঈদের তিন দিন আগে থেকে বিভিন্ন রুটে বিশেষ আট জোড়া ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।’

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বাচর্তা২৪.কমকে বলেন, ‘শুধু কমলাপুর থেকে টিকিট না দিয়ে বিভিন্ন স্থানে থেকে টিকিট দেওয়ার সিদ্ধান্তটা রেলের ভালো একটা উদ্যোগ। এটা আমরা দীর্ঘদিন ধরে রেলের কাছে প্রত্যাশা করে আসছিলাম। এর পাশাপাশি টিকিট কাটতে আসা যাত্রীদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন নম্বর যদি যোগ করা যায়, তাহলে টিকিটের কালোবাজারি রোধ করা যাবে। কমবে যাত্রী হয়রানি।’

ঢাকা রেলস্টেশনের ম্যানেজার মো. আমিনুল হক বার্তা২৪.কমকে জানান, ‘পাঁচ স্টেশন থেকে ট্রেনের অগ্রিম টিকিট একযোগে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেওয়া হবে। এতে এখন আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিটের অপেক্ষায় থাকতে হবে না। টিকিটপ্রত্যাশী যাত্রীদের স্বস্তি মিলবে বলে আশা করছি।’

এ সম্পর্কিত আরও খবর