এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন হবে: কাদের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 00:13:24

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় নির্বিঘ্ন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৯ মে) সকালে দীর্ঘ আড়াই মাস অসুস্থতা শেষে সচিবালয়ে নিজ দফতরে ফিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আগে যেভাবে রাস্তায় গিয়ে ঝড়ের মধ্যে কাজ করেছি, সেটা এই মুহূর্তে সম্ভব হবে না। আমার এখানে পার্টির একটা টিম ওয়ার্ক আছে।’

ঈদে যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমাদের সবচেয়ে সংকটের জায়গা হচ্ছে উত্তরাঞ্চলে যানজট হয়। পূর্বাঞ্চলে তিনটি ব্রিজের জন্য যানজট হয়। মেঘনা গোমতী সেতু উদ্বোধন হলে এই যানজট থাকবে না।’

‘গাজীপুর থেকে টাঙ্গাইল অংশে ফ্লাইওভার হচ্ছে সঙ্গে চারটি আন্ডারপাসের উদ্ভোবন হবে। এরপর এখানেও যানজট থাকবে না। এসব প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্ধোধন করবেন। এবার অন্তত মানুষ ঈদযাত্রায় কোনো ভোগান্তিতে পড়বে না। এটা আমরা আশা করতে পারি।’

আরও পড়ুন: প্রথম ইনিংস শেষ, দ্বিতীয় ইনিংস খেলব: কাদের

আরও পড়ুন: দেড়মাস পর পুরোদমে কাজ করতে পারব: কাদের

এ সম্পর্কিত আরও খবর