৪৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 06:06:52

রাজধানীর ভাষানটেক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪৮ লাখ ৫০ হাজার টাকার জালনো ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (পশ্চিম) পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (১৯ মে) বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান।

তিনি বলেন, ভাষানটেকের ২৭ নম্বর লালাসরাই বস্তির হাজি সোবহান রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মহানগর (পশ্চিম) ডিবি’র পল্লবী জোনাল টিম।

গ্রেফতারকৃতরা হলেন- নুরুল হক সরদার (৩৬), মো. রুবেল (২৮) ও মো. জহিরুল ইসলাম ওরফে খোকন ওরফে বিশু (৩৭)।

ডিবি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে তারা পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতে জাল নোট তৈরি করছিলেন। গ্রেফতার করার সময় তাদের কাছ থেকে ৪৮ লাখ ৫০ হাজার টাকার জালনোট ও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি এসি অ্যাডাপটার, দু’টি কেবল, একটি প্রিন্টার, দু’টি চার্জার, একটি স্টিলের স্কেল, একটি পেপার কাটার, ১০৭ পিস কাগজ, একটি কাঠের তৈরি ফ্রেম ও ছয়টি প্রিন্টার উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে ভাষানটেক থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় আগের একাধিক মামলা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর