ইয়াবা উদ্ধার: গাফেলতি রয়েছে এসএ পরিবহনের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 13:39:26

রাজধানীর উত্তরাস্থ এসএ পরিবহনের অফিস থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩। এই বিপুল সংখ্যক ইয়াবা পাচারের চেষ্টায় এসএ পরিবহনের দায়িত্ব অবহেলা ও গাফেলতি রয়েছে বলেও জানানো হয়েছে।

শনিবার (১৯ মে) বিকেলে রাজধানীর উত্তরায় এসএ পরিবহনের অফিস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এমরানুল হাসান।

তিনি বলেন, ‘শুক্রবার (১৭ মে) এই বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট চট্টগ্রামের একটি এসএ পরিবহনের অফিস থেকে ঢাকায় পাঠানোর জন্য পার্সেল বুকিং হয়। পরে শনিবার এগুলো ঢাকার উত্তরার এসএ পরিবহনের অফিসে পৌঁছায়। এর সঙ্গে জড়িত কাশেম ও মোরশেদ নামে দুই জনকে আমরা গ্রেফতার করেছি। তবে এ ঘটনায় এসএ পরিবহনের যে গাফেলতি রয়েছে তা স্পষ্ট।

ঘটনার বর্ণনা দিয়ে র‌্যাব-৩ এর সিও বলেন, ‘মোরশেদ ও কাশেম বাংলাদেশ আনসারের খণ্ডকালীন সদস্য। তারা বছরের ৬ মাস আনসার সদস্য হিসেবে কাজ করে আর বাকি ৬ মাস বাধ্যতামূলক অবসরে থাকে। তারা চাকরির আড়ালে সারা বছরই ইয়াবা পাচারের ব্যবসা করে আসছিল। কাশেম ও মোরশেদ শুক্রবার চট্টগ্রামের একটি এসএ পরিবহনের অফিস থেকে ঢাকার উদ্দেশে ইয়াবা ট্যাবলেটগুলো নিজেদের নামে পার্সেল করে। শনিবার এই চালানটি ঢাকায় পৌঁছাবে। তাই কাশেম ও মোরশেদ ওইদিন সন্ধ্যায় চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে ঢাকায় আসে। গোপন তথ্যের ভিত্তিতে কাশেম ও মোরশেদকে হাতেনাতে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।’

এসএ পরিবহনের ভূমিকা নিয়ে এমরানুল হাসান বলেন, ‘এসএ পরিবহনে কী ধরনের মালামাল পার্সেল হচ্ছে বিষয়টি কর্তৃপক্ষকে নিশ্চিত করা উচিৎ। কেননা তাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক কিংবা বিস্ফোরক দ্রব্য পাচার হচ্ছে কিনা তা প্রতিটি পার্সেল স্কেনিং করে দেখা উচিৎ। তবে এ ঘটনায় এসএ পরিবহনের দায়িত্ব অবহেলা ও গাফেলতির বিষয়টি স্পষ্টতরভাবে লক্ষ করা গেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাটি তদন্তের প্রাথমিক পর্যায়ে এসএ পরিবহন কর্তৃপকক্ষের কাছে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ চেয়েছি। এছাড়া আটককৃতসহ সংশ্লিষ্ট সকলকে এ জিজ্ঞাসাবাদ করা হবে। আর কেউ যদি এর সজ্ঞে জড়িত থেকে থাকে তাহলে তাদেরও খুঁজে বের করা হবে।’

আরও পড়ুন: এসএ পরিবহন অফিসে এক লাখ পিস ইয়াবা

এ সম্পর্কিত আরও খবর