এতিম-প্রতিবন্ধীদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 13:14:13

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, প্রতিবন্ধী, আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় ২১শে আগস্ট গ্রেনেড হামলায় আহত ব্যক্তিবর্গ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ এবং আত্মীয়-পরিজনরাও ইফতারে অংশ নেন।

রোববার (১৯ মে) গণভবনের সবুজ লনে ইফতারের আয়োজন করা হয়। ইফাতারকে কেন্দ্র করে বিকেল থেকেই নানা পেশার মানুষ আসতে থাকেন গণভবনে। পুরো গণভবন চত্ত্বর পরিণত হয় মিলন মেলায়।

গণভবন সূত্রে জানা যায়, ইফতারের বেশ কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হন। এরপর তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এতিম ও প্রতিবন্ধী শিশুদের বুকে জড়িয়ে আদর করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক-দুর্নীতি, সন্ত্রাস-জঙ্গীবাদ মুক্ত উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে দেশবাসীর দোয়া চান।

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

এ সম্পর্কিত আরও খবর