রাজশাহীতে জেএসসিতে বৃত্তি পেল প্রায় সাড়ে সাত হাজার শিক্ষার্থী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-16 11:07:31

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীন চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৯ মে) বিকেলে প্রকাশিত ফলাফলে ৭ হাজার ৪৩২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। 

রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আনারুল হক প্রামাণিক এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার সন্ধ্যায় তিনি বার্তা২৪.কম-কে জানান, এ বছর মোট ৭ হাজার ৪৩২ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩ হাজার ২১৪ জন শিক্ষার্থী। সাধারণ বৃত্তি পেয়েছে ৪ হাজার ২২১ জন। আগামী দুই বছর তারা বৃত্তি বাবদ বরাদ্দ সকল সুযোগ-সুবিধা পাবেন।

জানা যায়, ২০১৮ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষার ফলে রাজশাহী বোর্ডে পাশের হার ছিল ৯৪ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী।পরীক্ষার্থী ছিলো দুই লাখ ৫৩ হাজার ২২১ জন।

ফলাফলে পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে ছিল। জেএসসি পরীক্ষায় ছাত্র পাসের হার ৯৪ দশমিক ৫ শতাংশ ও ছাত্রী ৯৫ দশমিক ৬শতাংশ। 

এ সম্পর্কিত আরও খবর