আমার অবর্তমানে কোনো কাজ থেমে থাকেনি: কাদের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 19:56:24

চিকিৎসা শেষে প্রায় আড়াই মাস পর নিজ দফতরে ফিরেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (২০ মে) দুপুরে সেতু ভবনের সভাকক্ষে মেগা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানাতে গিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন নানা বিষয় নিয়ে।

ওবায়দুল কাদের বলেন, 'আমাদের মন্ত্রণালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও তাঁর মনিটরিংয়ে কার্যক্রম স্বাভাবিকভাবেই চলেছে। কোনো কাজ আমার অবর্তমানে থেমে থাকেনি। আর আমাদের কাজের যে অগ্রগতি সেটা অব্যাহত রাখার জন্য আমাদের যে টিম ওয়ার্ক আছে, সে কারণে আমার অনুপস্থিতিতে আমাদের কর্মকাণ্ড এগিয়ে গেছে। আমাদের কাজের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন।’

তিনি বলেন, 'দলমত নির্বিশেষে মানুষের অন্তরের যে আবেগ ভালোবাসা আর দোয়া, আল্লাহ পাক তা কবুল করেছেন। সেটা আমার জীবনের খুব স্মরণীয়, চিরদিন আমার মনে থাকবে। এটা আমার পুনর্জন্ম। এখন আমি নতুন করে আমার উদ্যম এবং উৎসাহ আরও জোরদার করে, অনুপ্রাণিত হয়ে আন্তরিকভাবে কাজ করব। সৎভাবে কাজ করলে মানুষের ভালোবাসা পাওয়া যায়। আমি হয়তো চেষ্টা করেছি ওই সব কাজ করতে এবং ওইভাবে জীবনকে পরিচালনা করতে, যাতে মানুষের আস্থা পাওয়া যায়। কাজের স্বীকৃতি আমি বেঁচে না থাকলে দেখতে পেতাম না।’

বিএনপির রাজনীতি ও আন্দোলন সম্পর্কে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'তারা যদি রাজপথে আন্দোলন করে, তাহলে রাজনৈতিক আন্দোলন আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। আন্দোলনে যদি কোনো সহিংসতার উপাদান যুক্ত থাকে, জনগণের জানমালের নিরাপত্তায় উদ্ভূত পরিস্থিতি অনুযায়ী যেটা করা দরকার, দল হিসেবে আমরা রাজনৈতিকভাবে সেটা মোকাবিলা করব; প্রশাসন প্রশাসনিক দায়িত্ব পালন করবে। বিএনপির যে সব নেতা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, তারা এলাকায় জনগণের চাপে পড়েছেন। যতই দিন যাচ্ছে ততই চাপ বৃদ্ধি পাচ্ছে। বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা শপথ নিয়েছে।'

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিরোধপূর্ণ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে চলমান পরিস্থিতি দুঃখজনক। চলমান পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আওয়ামী লীগের চারজন নেতাকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে এই সংকট কেটে যাবে। ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা এ ব্যাপারে এগিয়ে আসবেন।'

আরও পড়ুন: তিন মেগা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানালেন কাদের

এ সম্পর্কিত আরও খবর