ভারতীয় ফেনসিডিলে পানি মিশিয়ে ঢাকায় বিক্রি, গ্রেফতার ২

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 09:54:52

ভারত থেকে বোতলজাত ফেনসিডিল কিনে এনে ঢাকায় পানি মিশিয়ে নতুন বোতলজাত করে বিক্রি করছে একটি মাদক ব্যবসায়ী চক্র।

সোমবার (২০) রাতে রাজধানীর হাতিরঝিলের মগবাজার রেলগেট এলাকা থেকে ডিএমপির ডিবি পশ্চিমের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম এই চক্রকে গ্রেফতার করে।

বার্তা২৪. কমকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির সিনিয়র সহকারী কমিশনার (এসি) হান্নানুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন মো. বিপ্লব হোসেন ওরফে রুবেল (৩২) ও মো. ফারুক হোসেন (২৬)।

ডিবির সহকারী কমিশনার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পরের যোগসাজশে দিনাজপুর সীমন্তের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীতে আনতো। পরে অধিক লাভের আশায়, বোতলে পানি মিশিয়ে হাতিরঝিলসহ শহরের বিভিন্ন স্থানে বিক্রি করতো।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতারকালে তাদের কাছে থেকে প্রাইভেটকারসহ ২০০ বোতল ফেনসিডিল, ২১ লিটার জার ফেনসিডিল এবং ৫০টি খালি বোতল উদ্ধার করা হয়।’

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর