ট্রেনের অগ্রিম টিকিট পেয়ে খুশি যাত্রীরা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 05:33:28

ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। আর এই অগ্রিম টিকিট হাতে পেয়ে খুশি যাত্রীরা।

বুধবার (২২ মে) সকাল ৯টা থেকে শুরু হয়ে এই টিকিট বিক্রির কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকালে কমলাপুর রেলস্টেশন থেকে পশ্চিমাঞ্চলগামী সকল আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু করে বাংলাদেশ রেলওয়ে। কমলাপুরে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।

অগ্রিম টিকিট পেয়ে মোহাম্মদ সুলতান বার্তা২৪.কমকে বলেন, ‘রাত ২টা থেকে দাঁড়িয়ে আছি। এখন সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের টিকিট পেয়েছি। টিকিট পেয়ে খুব ভালো লাগছে।’

আরেক যাত্রী বার্তা২৪.কমকে বলেন, ‘আমি রংপুরে যাওয়ার টিকিট কেটেছি। টিকিট পেয়ে মনে হচ্ছে যেন সোনার হরিণ হাতে পেয়েছি। এক সঙ্গে ৪টা টিকিট কেটেছি।’

মৌসুমী আক্তার নামে আরেক যাত্রী অগ্রিম টিকিট সম্পর্কে বার্তা২৪.কমকে বলেন, ‘দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট পেয়ে খুবই ভালো লাগছে।’

অপরদিকে বিমানবন্দর রেলস্টেশনে টিকিট প্রত্যাশীদের তেমন একটা ভিড় নেই। এখানে সহজেই পাওয়া যাচ্ছে টিকিট।

নাসরিন আক্তার নামে এক গৃহিণী বার্তা২৪.কমকে বলেন, ‘মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে ঈদ করব। অন্যান্য বারের চেয়ে এবার অনেক সহজেই টিকিট পেয়েছি। অনেক ভালো লাগছে।’

এ সম্পর্কিত আরও খবর