সমুদ্রে ২৩ জুলাই পর্যন্ত মৎস্য আহরণ নিষিদ্ধ

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 15:26:02

দেশের সামুদ্রিক জলসীমায় আগামী ২৩ জুলাই পর্যন্ত বাণিজ্যিক ট্রলারসহ সব ধরনের নৌযান দিয়ে মাছ, চিংড়ি ও চিংড়ি জাতীয় মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। গত সোমবার (২০ মে) থেকে সমুদ্রে ৬৫ দিনের এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে।

বুধবার (২২ মে) দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।

তিনি জানান, বর্তমানে বঙ্গোপসাগরে ২৫৫টি বাণিজ্যিক মৎস্য ট্রলার, ৩২ হাজার ৮৫৯টি যান্ত্রিক এবং ৩৪ হাজার ৮১০ অযান্ত্রিক ফিশিং বোট নির্বিচারে মৎস্য আহরণ করায় সামুদ্রিক মৎস্য সম্পদ হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় ২০১৫ সাল থেকে প্রতি বছরই প্রধান প্রজনন মৌসুমে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় বাণিজ্যিক ট্রলারসহ সব ধরনের নৌযান দিয়ে মাছ, চিংড়ি ও চিংড়ি জাতীয় মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়। গবেষক, শিক্ষাবিদ ও সম্প্রসারণকর্মীদের মতামত অনুযায়ী মৎস্য অধ্যাদেশ ১৯৮৩ এর অধীনে প্রণীত সংযোজিত বিধি ১৯ এর মাধ্যমে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এই ৬৫ দিন জেলেদের জন্য খাদ্য সহায়তা দেওয়া হবে জানিয়ে আশরাফ আলী খান খসরু বলেন, জেলেদের জীবিকার কথা চিন্তা করে তাদের খাদ্য সহায়তা দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে সরকার। চার লাখ ১৪ হাজার ৭৮৪ জেলে পরিবারের জন্য ৪০ কেজি হিসেবে প্রায় তিন লাখ ৬০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য প্রদান করা হবে। ভিজিএফ কর্মসূচির আওতায় এই খাদ্য সহায়তা দেওয়া হবে।

তিনি জানান, ২০১৭-১৮ অর্থবছরে দেশে মোট ৪২.৭৭ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। এর মধ্যে সমুদ্র থেকে ৬.৫৬ লাখ মেট্রিক টন মাছ আহরণ করা হয়েছে, যা মোট মৎস্য উৎপাদনের ১৫.৩৩ শতাংশ। এই পরিসংখ্যান প্রমাণ করে যে, বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।

প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারিত হওয়ায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটার এলাকায় মৎস্য আহরণে আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। উন্মুক্ত হয়েছে সমুদ্রভিত্তিক অর্থনৈতিক (ব্লু ইকোনমি) সমৃদ্ধি অর্জনের সুযোগ। বিশাল এই জলরাশি দেশের অন্যতম সম্ভাবনাময় এবং ভবিষ্যৎ অর্থনীতির প্রাণশক্তি হিসেবে বিবেচনা করছে সরকার। তাছাড়া, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সাগর উন্নয়ন ও ব্যবহারের প্রতি যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর