চট্টগ্রামে তরুণদের পছন্দ দেশি পাঞ্জাবি

চট্টগ্রাম, জাতীয়

রাকিব কামাল, স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-09-01 23:31:52

আসন্ন ঈদে শপিংমল ও মার্কেটগুলোতে ভারত, পাকিস্তান ও চীন থেকে আমদানি করা পোশাকের চাহিদা বেশি। তবে চট্টগ্রামে মার্কেটগুলোতে তরুণদের পছন্দ দেশি ব্র্যান্ডের বাহারি পাঞ্জাবি।

বুধবার (২২মে) নগরীর বেশ কয়েকটি মার্কেট ও ফ্যাশন হাউস ঘুরে এমন চিত্র লক্ষ করা গেছে।

তরুণরা আগ্রহ নিয়ে ছুটছেন শপিং সেন্টারগুলোতে। যাচাই-বাছাই শেষে দরদাম করে কিনছেন পছন্দের পাঞ্জাবিটি। যদিও গত বছরের তুলনায় এবছর এখনও বেচা-বিক্রি জমে ওঠেনি। ক্রেতারা ঘুরে ঘুরে কালেকশন দেখছেন। বিক্রেতারা মনে করেন, রোজার শেষ সপ্তাহে বেচা বিক্রি বাড়বে।

প্রতিবারের মতো এবারও ঐতিহ্য ও ফ্যাশন সচেতনার বিষয়টি খেয়াল রেখে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য বাহারি রং, নকশা ও তুলিতে পাঞ্জাবি এনেছে ফ্যাশন হাউসগুলো। এর মাঝে শৈল্পিক, নক্ষত্র, দেশি দশ রেখেছে নতুনত্ব। এছাড়া নগরীর গুলজার টাওয়ার, আফমি প্লাজা, মতি টাওয়ার, গ্রামীণ চেক, শপিং কমপ্লেক্সে, ফিনলে স্কয়ার, আমিন সেন্টর ও আখতারুজ্জামান বিপণী বিতানেও বিপুল সংগ্রহ রয়েছে। পোশাকের ডিজাইনে ভিন্নতা থাকায় ক্রেতাও পছন্দের পোশাক কিনতে গিয়ে দোটানায় পড়ছেন।

ক্রেতাদের দাবি, আবহাওয়া বিবেচনায় সুতি কাপড়ের দিকে ঝুঁকছেন ক্রেতারা। এর পাশাপাশি সিল্ক, তাঁত ও লিলেন কাপড়ও রয়েছে পছন্দের তালিকায়। আর রঙের ক্ষেত্রে ক্রেতারা বেছে নিচ্ছেন সাদা ও নানান রঙের পাঞ্জাবি। ছেলের আবদার মেটাতে গিয়ে পুরো পরিবারসহ এসেছেন অনেক।

আফমি প্লাজার একটি ফ্যাশন হাউসে বন্ধুদের নিয়ে পাঞ্জাবী দেখছিলেন শিক্ষার্থী নুরুল ইসলাম। এক ফাঁকে বার্তা২৪.কম-কে তিনি বলেন, ‘সাদার ভেতরে হালকা কারুকাজের পাঞ্জাবি আমার পছন্দ। কয়েকটি ফ্যাশন হাউস ঘুরছি, পছন্দ হলেই কিনব।’

ক্রেতাদের চাহিদা ও পছন্দের দিক মাথায় রেখে ব্যবসায়ীরাও তাদের সরবরাহের চেষ্টা করছেন। গুলজার টাওয়ারের ব্যবসায়ী সিদ্দিকুর রহমান বার্তা২৪.কম-কে বলেন, ‘প্রতিবারই ২০ রোজার পর বিক্রি বাড়ে। শেষ দিকে একপ্রকার হিমশিম খেতে হয়। এখনও বিক্রি হচ্ছে। ইফতারের পরে কম বিক্রি হলেও, দিনে দল বেঁধে তরুণরা আসেন পাঞ্জাবি দেখতে। বিশেষ করে এক কালারের ডিজাইনের ওপর ক্রেতাদের চাহিদা বেশি।’

তিনি আরও বলেন, ‘দেড় থেকে আড়াই হাজার টাকায় পাঞ্জাবির কদর বেশি। ক্ষেত্র বিশেষে রং ও কাপড়ের ওপর ভিত্তি করে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দামের পাঞ্জাবিও আছে।’

ফ্যাশন হাউস দেশি দেশ-এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা২৪.কম-কে বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি ক্রেতাদের সর্বোচ্চ মানের পণ্যটি দিতে। এরই ধারাবাহিকতায় এবারও সব বয়সী ক্রেতার জন্য ভিন্ন আঙ্গিকে পাঞ্জাবি ডিজাইন করেছি। আশা করছি, ক্রেতারা আয়ত্ত অনুযায়ী পছন্দের পাঞ্জাবি কিনতে পারবেন।’

এ সম্পর্কিত আরও খবর