দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিস্ফোরিত না হয়ে পড়ে থাকা মর্টারশেল ধ্বংস করল পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট।
বুধবার (২২মে) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়া পুলিশ লাইন্সের শ্যুটিং ক্লাবের পার্শ্বস্থ মাঠে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। এ সময় বোমাটি প্রকট শব্দে বিস্ফোরিত হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার ট্যুরিজম ইউনিটের উপ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ বার্তা২৪.কম-কে বলেন, 'গত সপ্তাহ বোমাটি কোতোয়ালীর জহুর হকার মার্কেটের মসজিদের মাটি খুড়ার সময় পাওয়া যায়। পরে এটি আমাদের কাছে পাঠানো হয়। আমরা বুধবার দুপুরে তা নিষ্ক্রিয় করি।'
তিনি আরও বলেন, 'এ ধরনের একটি মর্টারশেল চারতলা বিশিষ্ট একটি ভবনকে ধ্বংস করে দিতে সক্ষম। এ বোমাটি ১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিস্ফোরিত না হয়ে এখানে পড়েছিল।'