৫০ কেজি প্রাণের গুঁড়া হলুদ জব্দ

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 18:39:46

বিক্রয় নিষিদ্ধ প্রাণ গুঁড়া হলুদের ৫০ কেজি হলুদ জব্দ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) মোবাইল কোর্ট টিম।

বুধবার (২২মে) রাজধানীর কাওরানবাজার কিচেন মার্কেট প্রাণের গোডাউনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে সংরক্ষিত ৫০ কেজি গুঁড়া হলুদ প্রথমে জব্দ করে। তারপর জব্দ কৃত হলুদ ধংস করা হয়।

সম্প্রতি হাইকোর্ট কর্তৃক ঘোষিত প্রাণের গুঁড়া হলুদ, এসিআই পিওর সল্ট এবং বাঘাবাড়ী ঘিসহ মোট ৫২টি পণ্য বিক্রি এবং বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেয়। এরপর বিএসটিআই কর্তৃপক্ষ প্রাণের গুঁড়া হলুদের উৎপাদনের লাইসেন্স স্থগিত করে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের পণ্যগুলো বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেয় বিএসটিআই।

প্রতিষ্ঠানগুলো বিএসটিআইয়ের নিয়ম সঠিকভাবে পালন করছে কিনা সে লক্ষ্যে মোবাইল কোর্ট এবং সার্ভেইলেন্স টিমের মাধ্যমে অভিযান পরিচালনা করছে সংস্থাটি।

একই দিন যাত্রাবাড়ী আমের আড়তে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৫০ মণ আম জব্দ করে। এরপর আমগুলো ধ্বংস করা হয়। আর নির্দিষ্ট সময়ের আগে আম বাজারজাতকরণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৮ লাখ টাকা জরিমানাও করা হয় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে।

 

এ সম্পর্কিত আরও খবর