বাবুর্চিসহ চার রেস্তোরাঁকে জরিমানা

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 18:19:10

কাঁচা ও রান্না করা খাবার এক সঙ্গে রাখা এবং নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য পরিবেশনের অপরাধে বাবুর্চি রেস্তোরাঁ ও মিতালী হোটেল এন্ড রেস্টুরেন্টসহ চার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৭১ হাজার জরিমানা করা হয়েছে। বাকি দুটি হল- ক্যাফে রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং মামা বিরিয়ানি।

বুধবার (২২ মে) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) মোবাইল কোর্টের টিম রাজধানীর ধানমন্ডি এবং পুরান ঢাকা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কাচা ও রান্না খাদ্যদ্রব্য একসঙ্গে পরিবেশনের অপরাধে ধানমন্ডির সাতমসজিদ রোডের বাবুর্চি রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই জরিমানা করা হয়েছে।

একই দিন অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্য পরিবেশনের অপরাধে পুরান ঢাকার চানখারপুলের নাজিমউদ্দিন রোডের মিতালী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার, ক্যাফে রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৬ হাজার এবং মামা বিরিয়ানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর