গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের ৪ জনের প্রাণহানি

ঢাকা, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 17:24:05

গাজীপুর সিটি করপোরেশনের ইসলামপুর মার্কেট সংলগ্ন এলাকায় একটি বাসা-বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার (এলপি গ্যাস) লিকেজ হয়ে ঘরের ভেতর আগুন লেগে দুই শিশুসহ এক পরিবারের চার জন নিহত হয়েছে।

বুধবার (২২ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে; বলে জানা গেছে।

আগুনে পুড়ে নিহতরা হলেন- শাহ আলম (৩৮) ও তার স্ত্রী মনিরা (৩০), ছেলে বায়েজিদ (৮) ও মেয়ে ফাতেমা (৪)। শাহ আলমের গ্রামের বাড়ি পটুয়াখালী বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। শাহ আলম একটি পোশাক কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর ও তার স্ত্রী পোশাক কারখানার কর্মী।

জয়দেবপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ইসলামপুর এলাকায় মো. ইকবাল হোসেনের বাড়িতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন শাহ আলম। ঘটনার সময় রাতে গ্যাসের চুলায় রান্না করছিলেন শাহ আলমের স্ত্রী মনিরা।

একপর্যায়ে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে পুরো ঘরে আগুন লেগে যায়। এ সময় ঘরে থাকা শাহ আলম, তার স্ত্রী মনিরা, ছেলে বায়েজিদ ও মেয়ে ফাতেমা অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ সম্পর্কিত আরও খবর