চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মাতামুহুরী নদীর উপরের সেতুর একটি অংশ দেবে যাওয়ায় মধ্যরাত থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুরপাল্লার পরিবহনগুলোর যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তবে ভোররাতের এ অঞ্চলে ভারী বর্ষণের কারণে সংস্কারে বিলম্ব হচ্ছে বলে বার্তা২৪.কম-কে জানিয়েছেন চিরিংঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. সাইদুজ্জামান।
বৃহস্পতিবার (২৩ মে) সকাল আটটার দিকে তিনি এ তথ্য জানান।
সাইদুজ্জামান বলেন, 'বুধবার (২২ মে) মধ্যরাতে চকরিয়া পৌরসভা সংলগ্ন মাতামুহুরী নদীর সেতুর মাঝখানের একটি বড় অংশ আকস্মিক দেবে যায়। তারপর থেকে যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ঘটনার পরপরই সড়ক ও জনপদ বিভাগকে বিষয়টি অবহিত করা হলে তারা সংস্কার কাজ শুরু করে। কিন্তু কাজ শুরুর কিছুক্ষণ পর ভারী বর্ষণের কারণে ব্রিজটির সংস্কার পিছিয়েছে।'
হয়তো বেলা ১২টা নাগাদ সেতু দিয়ে গাড়ি চলাচল করতে পারবে বলেও জানান তিনি।
এদিকে, সেতু বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে কক্সবাজারমুখী মানুষগুলো। বিকল্প সড়ক হিসেবে বাঁশখালী-পেকুয়া হয়ে যানবাহনগুলো চলাচল করছে। সেতুর সংস্কার কাজ শেষ হলে এখান দিয়ে ফের যান চলাচল করবে বলেও জানিয়েছে হাইওয়ে পুলিশ।