‘রাজধানীতে মাদকের আখড়া ভেঙে দেওয়া হয়েছে’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-04 21:58:32

রাজধানীতে সকল প্রকারের মাদকের আখড়া ভেঙে দিয়ে সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর বনানীতে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘মাদক বাংলাদেশে তৈরি হয় না। কিন্তু আমাদের পাশ্ববর্তী দেশে মাদক তৈরি হয়। একজন মাদকাসক্ত মানুষ শুধু নিজেই মরে না, সঙ্গে তার পরিবারের মানুষদেরও মেরে ফেলে। সেজন্য আমরা ঘোষণা দিয়েছি ঢাকা মহানগরে কোনো মাদকের ব্যবসা থাকবে না। ইতোমধ্যে আমরা সকল মাদকের আখড়া ভেঙে সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলেছি।’

তিনি বলেন, ‘মাদক আমাদের সকলের শত্রু। দেশ, সমাজ ও পরিবারকে বাঁচাতে সকলকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনার চারপাশে যদি কোনো মাদক ব্যবসায়ী থাকে তাহলে পুলিশকে নির্ভয়ে তথ্য দিন। আপনার পরিচয় গোপন রাখা হবে। মাদকের ভয়াবহতা থেকে আপনার পরিবার ও সন্তানকে রক্ষা করুন।

এখন পর্যন্ত রমজানে রাজধানীতে তেমন কোনো অপরাধ সংগঠিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘রমজানের এই ১৭ দিনে রাজধানীতে চুরি, ডাকাতি, ছিনতাই ও অজ্ঞান পার্টির মতো অপরাধ সংঘটিত হয়নি। মানুষ নিরাপত্তার সঙ্গে গভীর রাত পর্যন্ত ঈদ কেনাকাটা করে নিরাপদে বাড়ি ফিরছে। কারণ, আমরা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ঈদকে সামনে রেখে জনগণের নিরাপত্তা বিধানে আমরা সবধরণের ব্যবস্থা নিয়েছি। ঈদের ছুটিতে মানুষ যখন বাড়ি যাবে, তখন পুলিশ রাস্তায় থেকে ফাঁকা ঢাকা পাহারা দেবে।’

এ সম্পর্কিত আরও খবর