তামাকের বিজ্ঞাপনে রবীন্দ্রনাথের নাম ব্যবহার না করার আহ্বান

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-30 11:07:26

রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ব্যবহার করে জাপান টোব্যাকো কোম্পানির তামাকের বিজ্ঞাপন প্রচার বন্ধ কারার আহ্বান জানিয়েছে ‘প্রত্যাশা’ নামক মাদক বিরোধী একটি সংগঠন।

বৃহস্পতিবার (২৩ মে) সংগঠনটির পক্ষ হতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

প্রত্যাশা‘র সাধারণ সম্পাক হেলাল আহমেদ বলেন,  বহুজাতিক তামাক কোম্পানি জাপান টোব্যাকো ইন্টারন্যাশনালের হয়ে শিল্পী তাহসান খানকে তামাকের পক্ষে প্রচারণার ফাঁদে না পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি এ ব্যাপারে তাহসানের ব্যাখ্যাও দাবি করছি।

তিনি বলেন, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশসহ সারাবিশ্বে বসবাসরত বাঙালির চিন্তা ধারার একটি বৃহৎ জগৎ জুড়ে রয়েছেন। সেখানে রবীন্দ্রনাথ এবং তার প্রতি মানুষের দূর্বলতাকে পুঁজি করে তামাক কোম্পানির বিজ্ঞাপন দেশের তরুণ সমাজকে তামাকে আসক্ত করবে। তাই এই প্রচারণা এখুনি  বন্ধ করতে হবে।

তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের জন্য দেশের  প্রচলিত ধূমপান ও তামাকজাতদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তামাক কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি।

এ সম্পর্কিত আরও খবর