নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে র‌্যাবের অর্থদণ্ড

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 07:29:49

রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় নকল ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে সাত বিক্রয়কেন্দ্রকে ২৪ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন র‍্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।

বিক্রয়কেন্দ্রগুলোকে সিলগালাও করা হয়েছে। একই সঙ্গে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর মিটফোর্ড হাসপাতালে এলাকায় র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

তিনি বলেন, মিটফোর্ড হাসপাতালে এলাকার একটি বাড়িতে নকল ওষুধ মজুদ করা হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ ছিল। পরে বাড়িটির একটি কক্ষের খাটের তোশক উঠালে বেরিয়ে আসে অ্যাজমা ও হৃদরোগের নানা ওষুধ। কিন্তু ওষুধ প্রশাসন অধিদফতরের লোকজন পরীক্ষা করে জানান, সেগুলো সবই নকল।

সারওয়ার আলম বলেন, দেশি-বিদেশি নামী ব্র্যান্ডের মোড়কে এসব নকল ওষুধ বিক্রি করত একটি চক্র। বাড়িটির সব ওষুধ জব্দ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর