রাজধানীতে জঙ্গি নেতা আটক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 17:41:05

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশ, ঢাকা মহানগর শাখার দাওয়াত বিভাগের প্রধান জাহিদুল ইসলাম জাহিদকে আটক করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট।

শুক্রবার (২৪ মে) এন্টি টেররিজম ইউনিটের লিগ্যাল অ্যান্ড মিডিয়া প্রধান মনিরুজ্জামান বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেন।

মনিরুজ্জামান বলেন, 'ইসলামী শরিয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করে সে। পাশাপাশি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা ও সরকারবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের এ নেতাকে আটক করা হয়।'

তার নামে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা রয়েছে। হিযবুত তাহরীর আরেক সক্রিয় সদস্য ও আইটি বিশেষজ্ঞ গিয়াসউদ্দিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে এসব কথা জানান তিনি।

এন্টি টেররিজমের এই পুলিশ সুপার বলেন, 'আটককৃত জাহিদ ২০০৫ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগ থেকে অনার্স পাশ করেন। জাহিদ ২০০৯ সালে মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের উত্তরা ও ধানমণ্ডি শাখা এবং ২০১৪-২০১৫ সালে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষকতা করেন। বর্তমানে সে যাত্রাবাড়ীতে অবস্থিত আলফ্রেড ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজে কর্মরত আছেন।'

তিনি আরও বলেন, 'আটককৃত জাহিদ বুয়েটে অধ্যয়নকালে ২০০৫ সালে হিযবুত তাহরীর সাথে সাংগঠনিকভাবে যুক্ত হয়। পরবর্তীতে জাহিদ প্রকাশ্য এবং ২০০৯ সালে ১৫  আগস্ট হিযবুত তাহরীর নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর গোপনে দাওয়াত ও সদস্য সংগ্রহ অব্যাহত রাখেন।'

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ জানায়, বিগত ১৫ বছর ধরে জাহিদ রাজধানীর নানা এলাকায় হিযবুত তাহরীরের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর