তিন জোড়া স্পেশাল ট্রেনের টিকিট দিচ্ছে আজ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-08 07:50:21

আসন্ন ঈদুল ফিতরে যাত্রীদের ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে বাংলাদেশ রেলওয়ে ৮ জোড়া ঈদ স্পেশাল সার্ভিস চালু করার উদ্যোগ নিয়েছে। তবে আজ শুক্রবার (২৪ মে) থেকে তিন জোড়া স্পেশাল ট্রেন সার্ভিসের আগাম টিকিট দেওয়া হচ্ছে।

শুক্রবার দুপুরে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার আমিনুল হক তিন জোড়া ঈদ স্পেশাল ট্রেনের টিকিট দেওয়ার এই তথ্য জানান।

স্টেশন ম্যানেজার আমিনুল হক জানান, প্রতিবারের মত ঈদ উপলক্ষে যাত্রীর চাপ সামলাতে আমাদের কিছু ঈদ স্পেশাল সার্ভিস থাকে এবারও তার ব্যতিক্রম হয়নি। সে হিসেবে এবার বিভিন্ন রুটে ৮ জোড়া ঈদ স্পেশাল সার্ভিস থাকবে। আজ তিন জোড়া স্পেশাল ট্রেনের অগ্রিম টিকিট দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, ঈদ স্পেশাল সার্ভিস যুক্ত হওয়ার পর এখন প্রতিদিন টিকিট দেওয়া হচ্ছে ২৭ হাজার ৭২০ টি । ঈদ স্পেশাল সার্ভিসগুলো হল- ঈশ্বরদী ঈদ স্পেশাল, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, লালমনি ঈদ স্পেশাল।

এসব স্পেশাল সার্ভিস গুলো আগামী ২ জুন থেকে কমলাপুর স্টেশন থেকে গন্তব্যে ছেড়ে যাবে। তবে ঈদ স্পেশাল সার্ভিসের কোন টিকিট অনলাইন এবং কোঠায় দেওয়া হবে না।

এ সম্পর্কিত আরও খবর