মাংসের দোকানে নেই মূল্য তালিকা, জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 02:41:43

সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত মাংসের মূল্য তালিকা দৃশ্যমান না থাকার অপরাধে মিরপুরে ১ নাম্বার এলাকার তিন দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শুক্রবার (২৪ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল জব্বার মণ্ডল বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেন।

মুহাম্মদ আবদুল জব্বার মণ্ডল বলেন, 'সিটি কর্পোরেশন যে মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ দিয়েছিল, সেটি না করে অতিরিক্ত দামে কয়েকটি দোকানে মাংস বিক্রি করা হচ্ছে। এমন অপরাধে, রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে সাইফুলের মাংসের দোকানের ১০ হাজার টাকা, রাজীবের মাংসের দোকানের ১০ হাজার টাকা, নূর হোসেনের মাংসের দোকানের ১০ হাজার টাকা মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।'

পাশাপাশি একই এলাকায় বাসি ইফতার বিক্রয়ের উদ্দেশে সংরক্ষণের অপরাধে মায়ের দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও পূর্ণিমা রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর