রাজধানীতে অস্ত্রসহ তিন ভুয়া ডিবি পুলিশ আটক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 22:13:17

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টর এলাকা থেকে পিস্তল ও ইয়াবাসহ তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। শুক্রবার (২৪ মে) বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক ( এসআই) মিজানুর রহমান মিজান।

আটক হওয়া তিনজন হলেন, ইয়াসিন (৩২), ইব্রাহীম (৪২) ও মুসা (৩২)।

থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিরা উত্তরা ১১ নম্বর সেক্টর ১৫ নম্বর সড়কের ৭২ নম্বর বাড়ির ছয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তারা ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের জিম্মি করে টাকা পয়সা হাতিয়ে নিতেন।

গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১১ টায় দিকে অভিযান চালিয়ে তাদের নিকট থেকে দুইটি খেলনা (লাইটার) পিস্তল একটি বিদেশি ৬৫ পিস্তল একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি ওয়াকিটকিসহ বেশ কিছু ইয়াবা উদ্ধার করা হয়।

একই বিষয়ে সংশ্লিষ্ট জোনের সহকারী পুলিশ কমিশনার সচীন মৌলিক জানান, আটককৃতরা অনেক দিন ধরে বিভিন্ন পেশাজীবীদের টার্গেট করে ছিনতাই করতেন। এ জন্য তারা সবসময় অস্ত্র বহন করে উত্তরাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ডিবি পুলিশ পরিচয়ে নানা অপরাধ করে আসছিলেন।

এ সম্পর্কিত আরও খবর