বুকে ব্যথা, ইউনাইটেড হাসপাতালে ভর্তি ফখরুল

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-28 15:00:52

বুকে ব্যথা অনুভব করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। সোমবার সকালে গুলশানের ইউনাইটেড হাসপাতালের ভর্তির পর তাকে সিসিইউতে ‘পূর্ণ বিশ্রামে’ রাখা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘উনি (ফখরুল) সকালে বাসায় বুকে ব্যথা অনুভব করায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিন উজ্জামানের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।’ মির্জা ফখরুলের মা ফাতিমা আমিনও বার্ধক্যজনিত অসুস্থতায় বেশ কিছুদিন ধরে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি আছেন। সোমবার তাকে দেখতে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় ফখরুল নিজেই অসুস্থ বোধ করেন বলে বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা জানান। ২০১৬ সালে কারাগারে থাকা অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ে ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। পরে তিনি কয়েক দফা যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে গিয়ে ওই অসুস্থতার চিকিৎসা নেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দায়ে কারাগারে যাওয়ার পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব যায় খালেদার বড় ছেলে তারেক রহমানের হাতে। কিন্তু তিনি নিজেই মুদ্রা পাচার মামলায় সাজার রায় মাথায় নিয়ে গত এক দশক ধরে লন্ডনে আছেন। এ পরিস্থিতিতে মির্জা ফখরুলই বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে খালেদার মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন।

এ সম্পর্কিত আরও খবর