চট্টগ্রামে রেলের অ্যাপস দুর্বল, টিকিট সংগ্রহে কাউন্টারেই ভরসা

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-25 15:51:51

তৃতীয় দিনের মতো চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে ঈদের অগ্রিম টিকিট সংগ্রহ করছেন যাত্রীরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে টিকিটি বিক্রি শুরুর অনেক আগে থেকে কাউন্টারে দীর্ঘ লাইন শুরু হয়।

শনিবার (২৫ মে) সকাল নয়টায় অগ্রিম টিকিটি বিক্রি শুরু হয়। দীর্ঘ অপেক্ষার পরে টিকিট পেয়ে কেউ কেউ অভিযোগ করলেও, অনেকেই সন্তুষ্টির কথা জানান।

রেলওয়ের সূত্রমতে, কাউন্টার ও রেলওয়ের নিজস্ব অ্যাপসে ১২ হাজার টিকিটি দেওয়া হচ্ছে। আজ দেওয়া হচ্ছে ৩ জুনের টিকিটি।  তবে রেলওয়ের সার্ভার ত্রুটি এড়াতে যাত্রীরা কাউন্টারে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন।

তাসমিয়া জাহান নামে এক যাত্রী বার্তা২৪.কমকে জানান, রেলওয়ের অ্যাপস সকাল থেকেই দুর্বল। তাই বাধ্য হয়ে সাড়ে আটটার দিকে স্টেশনে এসেছি।

চট্টগ্রাম রেলওয়ে ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বার্তা২৪.কমকে বলেন, যথারীতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে টিকিট বিক্রির কার্যক্রম চলছে। আশা করছি সবাই টিকিট পাবে।

সার্ভার দুর্বলের বিষয়ে তিনি বলেন, সবাই এক সময়ে প্রবেশ করায় সমস্যা হচ্ছে। যারা অনলাইনে আবেদন করছেন তারাও টিকিটি পাবেন। হয়েতো একটু সময় লাগছে ।

এ সম্পর্কিত আরও খবর