পুরান ঢাকায় বিপুল নকল প্রসাধনী উদ্ধার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 02:42:01

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের খাতুন মার্কেটে নকল প্রসাধনীর গোডাউনের সন্ধান পেয়েছে র‍্যাব। ওই গোডাউনে বিপুল নকল প্রসাধনীর মজুদ পেয়েছেন র‌্যাব সদস্যরা। সেখানে অভিযান চালাচ্ছে র‍্যাব সদর দফতরের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ মে) দুপুর থেকে এই অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

অভিযান চলাকালীন সময়ে সারোয়ার আলম বার্তা২৪.কমকে বলেন, বিদেশি বিভিন্ন নামীদামি ব্যান্ডের প্রসাধনী করা হচ্ছে পুরান ঢাকায়। সেগুলো এই খাতুন মার্কেটের তৃতীয় তলায় গোডাউনে সংরক্ষণ করা হচ্ছে। এখান থেকেই আবার সারাদেশে পাইকারি বিক্রি করা হচ্ছে।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। অভিযানে নানা রকম নকল কসমেটিকস আইটেম দেখতে পেয়েছি । ফেয়ার এন্ড লাভলী স্নো, ভার্টিকা, মুভ থেকে শুরু করে জনসন লোশন পর্যন্ত পাওয়া গেছে। তাছাড়া বিদেশী অনেক প্রসাধনী আইটেমও আছে। যা সবগুলো নকল।

র‍্যাবের এই ম্যাজিস্ট্রেট আরও বলেন, এখনো কোনো জরিমানা করা হয়নি। অভিযান চলছে, পরে বিস্তারিত জানানো হবে।

এ সম্পর্কিত আরও খবর