নকল প্রসাধনী: ৮ দোকান সিলগালা, আটক ৯

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 06:46:46

রাজধানীর পুরান ঢাকার খাতুন মার্কেটে ৩৩ ধরনের নকল প্রসাধনী সংরক্ষণ ও পাইকারি বিক্রির অভিযোগে আটটি দোকান সিলগালাসহ ৯ জনকে আটক করেছে র‍্যাব সদরদফতরের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ মে) দুপুর থেকে শুরু হওয়া এই অভিযানেরর নেতৃত্ব দেন র‍্যাব সদরদফতরের নিবার্হী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

অভিযান শেষে সারোয়ার আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খাতুন মার্কেটে অভিযান চালানো হয়। এখানে প্রসাধনীর প্রায় প্রত্যেকটি দোকান নকল কসমেটিক বিক্রি করে আসছে। এমন দোকানগুলোর গোডাউন মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত। সেখানে মোট ৩৩ ধরনের নকল পণ্যের সন্ধান পেয়েছি।’

নকল পণ্যের মধ্যে ফেয়ার এন্ড লাভলী স্নো, ডাভ সাবান, সানসিল্ক শ্যাম্পু, ভার্টিকা, মুভ থেকে শুরু করে জনসন লোশন পর্যন্ত পাওয়া গেছে।
ম্যাজিস্ট্রেট জানান, এমন অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট আটটি দোকান সিলগালা করা হয়েছে এবং ঐ দোকানগুলোর ৯ কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আদালত।

ম্যাজিস্ট্রেট আরও জানান, কসমেটিকস ব্যবসায়ী সমিতির নেতাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে, তাদের ছত্রচ্ছায়ায় যেন কেউ আর নকল পণ্য বিক্রি না করতে পারে। পরবর্তীতে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

এ সম্পর্কিত আরও খবর