রাজধানীতে ১০ লাখ টাকাসহ ২ ছিনতাইকারী আটক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 08:59:37

রাজধানীর খিলক্ষেত এলাকায় আবু এহসান ফয়সাল নামের এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় দুইজনকে আটক করেছে র‍্যাব৷

আটককৃতরা হলেন- আহমদ মোস্তফা হাবীব (৩২) ও রায়হান কবির (৩৯)।

শনিবার (২৫ মে) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শহিদুল ইসলাস।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার (২৩ মে) রাত ৮টার দিকে ভুক্তভোগী ফয়সাল ১০ লাখ ২০ হাজার টাকা নিয়ে খিলক্ষেতের হোটেল লিজেন্সির পাশের রাজউক ট্রেড সেন্টারে যাচ্ছিলেন। গাড়িটি পার্কিং করে ভবনে ঢুকার সময় ছিনতাইকারীদের একজন হাবীব ফয়সালের কাঁধে থাকা ব্যাগটি ছিঁড়ে নিয়ে দৌড় দেন। এ সময় ফয়সাল ব্যাগটি উদ্ধারের চেষ্টা করে। কিন্তু অপর সহযোগী ছিনতাইকারী কবির এসে ফয়সালকে বাধা দেয়। এ সুযোগে মূল ছিনতাইকারী ব্যাগ নিয়ে পালিয়ে যায়।’

শহিদুল ইসলাস বলেন, ‘ফয়সাল ছিনতাইকারীদেরকে ধরতে তাদের পিছু পিছু দোড়ানোর সময় র‍্যাব-২ এর একটি টহল গাড়ি সামনে পড়ে। র‍্যাব-২ এর সদস্যরা বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা নিয়ে কবিরকে আটক করে।’

মূল ছিনতাইকারীকে আটকের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আটক ছিনতাইকারী কবিরকে নিয়ে পালিয়ে যাওয়া মূল ছিনতাইকারীকে ধরতে রাতভর অভিযান চালিয়েছি আমরা। সে বিভিন্ন স্থানের তথ্য দিলেও তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে শুক্রবার (২৪ মে) দিবাগত রাতে তাকে অভিযান চালিয়ে কল্যানপুরের একটি ভাড়া বাসা থেকে টাকাসহ হাবীবকে গ্রেফতার করা হয়।’

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর