স্টিকার ছাড়া বিদেশি পণ্য বিক্রি, বাটা ও ইনফিনিটিকে জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-30 23:39:44

আমদানিকারকের স্টিকার ছাড়া বিদেশি পণ্য বিক্রি করার দায়ে জুতা প্রতিষ্ঠান ‘বাটা’ ও ‘ইনফিনিটি’কে লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার (২৫ মে) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী পরিচালক ফাহমিনা আক্তার এবং মাগফুর রহমান।

এ বিষয়ে ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বার্তা২৪.কমকে বলেন, বাটা ও ইনফিনিটি নামীদামি প্রতিষ্ঠান। এরা বিদেশি পণ্য বিক্রি করছে অথচ আমদানিকারকের স্টিকার নেই। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী বাটা ও ইনফিনিটিকে আলাদাভাবে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এ ধরনের অপরাধ করলে আইন অনুযায়ী তাদের দ্বিগুণ জরিমানা করা হবে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর