১৫ মিনিটের দুর্ধর্ষ চুরি, কোটি টাকার ক্ষতি

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-10 21:33:39

রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজারের মিঞাপাড়া এলাকার একটি পর্দার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ মে) দিবাগত রাতে দেড়টা থেকে ১টা ৪৫ মিনিটের মধ্যে ‘রাজশাহী পর্দা গ্যালারী’ নামের দোকানে এই চুরির ঘটনা ঘটে।

দোকান মালিক এফাজুর রহমান বার্তা২৪.কম-কে বলেন, ‘রাত ১টার দিকে আমি দোকান থেকে বেরিয়ে যাই। লাইট, ফ্যানসহ সবকিছু বন্ধ করে দোকানের কর্মচারীরা বের হয় ১টা ২০ মিনিটের দিকে। পরে তারা আরও ৫/৭ মিনিট দোকানের সামনে আড্ডা দেয়। অর্থাৎ দেড়টার দিকে সবাই চলে যায়।’

এই দোকানেই চুরির ঘটনা ঘটে, ছবি: বার্তা২৪

তিনি আরও বলেন, ‘এরপর রাত ১টা ৫০ মিনিটের দিকে আমাকে ফোনে একজন বিষয়টি জানাই। ঘটনাস্থলে এসে জানতে পারি- ১টা ৪৫ মিনিটের দিকে দোকানে আগুনের ধোঁয়া বের হতে দেখে আশেপাশের মানুষ এসে তা নিভিয়েছে। তার মানে দেড়টার দিকে চোর দোকানে ঢুকেছে এবং ১৫ মিনিটের মধ্যেই সবকিছু নিয়ে, দোকানে পেট্রোল ঢেলে আগুন দিয়ে বেরিয়ে গেছে। এটা নিশ্চয় পরিকল্পনা করে কেউ করেছে।’

মালিক এফাজুর রহমান জানান, দোকানের ক্যাশ বাক্সে নগদ প্রায় ১০ লাখ টাকা ছিল। সেগুলো নিয়ে গেছে চোর। এছাড়া পাঁচটি সিসি ক্যামেরা, রিসিভারও নিয়ে যায় চোরেরা। পরে দোকানে থাকা প্রায় কোটি টাকা মূল্যের দামি সব পর্দায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এতে প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন মালিক এফাজুর।

রোববার (২৭ মে) বেলা ১১টার দিকে সরেজমিন দেখা গেছে, দোকান মালিক এফাজুর রহমান দোকানের এক কোণে দেয়ালে মাথা ঠুকে বসে আছেন। গোটা দোকানের পর্দা আগুনে পুড়ে গেছে। দোকানে থাকা বিভিন্ন দামি আসবাবপত্রও পুড়েছে। ভালো বলতে কিছুই নেই। সেগুলো নেড়েচেড়ে দেখছেন দোকানের দুই কর্মচারী ও উৎসুক মানুষ।

আগুনে পুড়ে গেছে দামি সব পর্দা, ছবি: বার্তা২৪

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যান বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমানউল্লাহ। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, ঘটনার বর্ণনা শুনে তো কোনোভাবেই মনে হচ্ছে না এটা চুরি। চরম শত্রুতার বশে কেউ এমনটি করতে পারে। তারা যদি শুধু চুরির উদ্দেশ্যে আসতো, তবে চুরি করে গোপনে পালিয়ে যেতো। কিন্তু তা না করে তারা পেট্রোল ঢেলে আগুন দিয়ে দোকানের মালপত্র পুড়িয়ে দিয়েছে।

ওসি বলেন, ‘দোকানের মালিক মামলা করবেন বলে জানিয়েছেন। থানায় অভিযোগ দায়েরের পর এ ঘটনা গুরুত্বসহকারে তদন্ত করা হবে। দ্রুত জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

এ সম্পর্কিত আরও খবর