মেয়েদের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষায় জোর দিতে হবে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 07:10:03

সরকার দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেয়েদের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষার ওপর জোর দিতে হবে।

রোববার (২৬ মে) সকালে গণভবনে জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্স এর বিশেষ সভায় সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

জয়িতা প্রতিষ্ঠার উদ্দেশের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, মেয়েদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই গড়ে তোলা হয়েছে এই প্রতিষ্ঠান।

তার মতে, নারী-পুরুষের সুষম উন্নয়ন না হলে সমাজ পঙ্গুই থেকে যাবে। এজন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শান্তি নিবাসসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নারীদের উন্নয়নে কাজ করছে সরকার।

গণভবনে জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্স এর বিশেষ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: পিআইডি

 

মেয়েদের জন্য অর্থনৈতিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

নারী উদ্যোক্তা ও কর্মীদের প্রশিক্ষণ দিয়ে আরো দক্ষ ও যুগোপযোগী করার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, মেয়েদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ করে দিতে হবে। তা না হলে তারা নিরুৎসাহিত হয়ে পড়বে।

 

এ সম্পর্কিত আরও খবর