১০০ কোটি টাকা প্রতারক চক্রের মূল হোতাসহ গ্রেফতার ৫

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম | 2023-08-29 06:00:59

রাজধানীর সবচেয়ে বড় প্রতারক চক্র রয়েল চিটার ডেভলপমেন্টের (আরসিডি) মূল হোতাসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব ৪।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, প্রতারক চক্রটি এতোদিন ধরে প্রায় ১০০ কোটি টাকার মত প্রতারণা করেছে।

রোববার (২৬ মে) কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৪ এর অধিনায়ক চৌধুরী মঞ্জুরুল কবির।

তিনি বলেন, 'এই প্রতারণা চক্রের মূলে রয়েছে বারেক সরকার। তিনি গত ৪৩ বছর ধরে প্রতারণা করে আসছেন। প্রতারণার অংশ হিসেবে, তিনি একটি সংগঠন গড়ে তুলেছেন। নাম দিয়েছেন রয়েল চিটার ডেভলপমেন্ট। সংগঠনটির রাজধানীর বিভিন্ন এলাকায় করপোরেট অফিস রয়েছে। সেখান থেকেই তারা প্রতারণা করে আসছেন।'

প্রতারণার কৌশল সম্পর্কে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, 'রাজধানীর ভিআইপি জায়গাগুলোতে তারা অফিস ভাড়া নেয়। সুসজ্জিত সে অফিসে অবসরপ্রাপ্ত বড় কর্মকর্তাদের আমন্ত্রণ জানায়। এভাবে প্রতারক সংগঠনটির সদস্যরা টার্গেট ব্যক্তিদের সঙ্গে সখ্যতা গড়ে তোলা। একটা পর্যায়ে তাদের ভুয়া বিভিন্ন কোম্পানির নামে শেয়ার হোল্ডার হতে আমন্ত্রণ জানায়।'

তিনি বলেন, 'সুসজ্জিত আর নামিদামি কর্পোরেট অফিস দেখে অবিশ্বাস করার কোন সুযোগ থাকে না। ফলে টার্গেট ব্যক্তিরা কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে বিনিয়োগ করেন। বিনিয়োগ হওয়ার পর ভুয়া চুক্তিপত্র তৈরি হয়। ২/১ দিন পরেই স্থান আর কোম্পানি দুইটিই পরিবর্তন করেন প্রতারক চক্রটি।'

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সর্বনিম্ন ১০ লাখ টাকা আর সর্বোচ্চ ৫০ লাখ টাকা প্রতারণা করেছে।

এর আগে গত (২ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে এই চক্রের ২২ সদস্যকে গ্রেফতার করে র‍্যাব।

চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, 'তার ধারাবাহিকতায় গতকাল (২৫ মে) অভিযান চালিয়ে হাবিবুর রহমান, জাকির হোসেন,  আখতারুজ্জামান, শাহরিয়ার তাসিনসহ মূল হোতা বারেক সরকারকে গ্রেফতার করা হয়। রাজধানীর একাধিক থানায় তাদের নামে ডজনখানেক মামলা রয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর