সৌদির খাদ্য সামগ্রীর প্যাকেটে হাসির ঝিলিক

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-20 12:12:19

সফুরা বেগম। অভাব অনটনের সংসার তার। স্বামী মারা গেছেন চার বছর আগে। তাই ঈদ এলেই দিশেহারা হয়ে পড়েন সন্তানদের নিয়ে। এবার সেই চিন্তায় কিছুটা স্বস্তির বাতাস লেগেছে। সৌদি আরবের বেসরকারি সাহায্য সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব রিলিফ এন্ড ডেভেলপমেন্ট সফুরার হাতে তুলে দিয়েছে ঈদের খাদ্য সামগ্রী।

সফুরার মতো সাড়ে পাঁচ হাজার দরিদ্র ও অসহায় নারী-পুরুষ পেয়েছেন সৌদি থেকে খাদ্য সামগ্রীর প্যাকেট। ২৫ কেজির প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, ছোলা, চিনি, লবণ ও সয়াবিন তেল।

রোববার (২৬ মে) দুপুরে রংপুর মহানগরীর বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় সাহায্য সংস্থার সৌদি প্রতিনিধি মোহাম্মদ আল কোরায়শী, খালেদ আবু বকর, শাহীন আলম, রসিকের কাউন্সিলর সেকেন্দার আলী ও কাউন্সিলর হাসনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

রংপুর ও নীলফামারীর ৬টি উপজেলার দরিদ্র ও অসহায় নারী-পুরুষ ও কয়েকটি মাদরাসার শিক্ষার্থীরা এসব খাদ্যসামগ্রী পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেন। ঈদের আগে এমন সাহায্য পেয়ে সফুরার মতো সবার মুখেই লেগে ছিল হাসির ঝিলিক।

ঈদের আগে খাদ্যসামগ্রী পেয়ে সুবিধা বঞ্চিত মানুষরা সৌদি কিং সালমান ও সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সম্পর্কিত আরও খবর