দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ল পাঁচ বছর

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 21:08:45

দ্রুত বিচার আইনের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে মন্ত্রিসভা। আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইনের ধারা-২ এ পরিবর্তন আনা হয়েছে।

সোমবার (২৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, আইনটি চালু হওয়ার সময় ১৭ বছর সময়সীমা থাকলেও তা বাড়িয়ে ২২ বছর করা হয়েছে। ২০০২ সালে আইনটি চালু হয়। সেখান বলা হয়েছিল ১৭ বছর আইনটির কার্যক্রম চলবে, যা ২০১৯ শেষ হয়েছে। তাই ধারা-২ পরিবর্তন করে বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে। ফলে ২০২৪ সালে মেয়াদ শেষ হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনটির এখনও কার্যকারিতা আছে। অনেক স্পর্শকাতর মামলা আছে যেগুলো দ্রুত বিচার হওয়া দরকার। সেজন্য সময়সীমা বাড়ানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর