মন্ত্রিসভায় কাস্টমস আইনের চূড়ান্ত অনুমোদন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-20 04:46:48

কাস্টমস আইন-২০১৯ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৭ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ আইনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে বলে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি বলেন, 'কাস্টমস আইন ১৯৬৯ সালের আইন। সকল ধাপ শেষ করে আইনটি ২০১৮ সালে সংসদে যায়। কিন্তু পাস হওয়ার আগেই সংসদ শেষ হয়ে যায়। তাই এটা বাতিল হয়ে গেছে।'

শফিউল আলম জানান, একই আইন আবার নতুনভাবে নিয়ে আসা হয়েছে। আইনে নতুন কিছু নেই। ২০১৮ সালে যেটা ছিল সেটা আবার আজকে নতুনভাবে উত্থাপিত হয় এবং এ আইনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিসভার বৈঠকে বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দী ও নজরুল সংগীত শিল্পী ও গবেষক খালিদ হোসেনের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, 'সম্প্রতি আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।'

তিনি আরও জানান, বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্টে নারী ফুটবলাররা যৌথ চ্যাম্পিয়ন হওয়ায় মন্ত্রিসভা তাদেরকেও অভিনন্দন জানিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর