রাজধানীতে র‍্যাবের অভিযানে আড়াই লাখ টাকা জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-18 15:16:07

রাজধানীর সীমান্ত স্কয়ারের ফুডকোর্টে অভিযান চালিয়ে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে পাঁচটি দোকানকে দুই লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ মে) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযান শেষে সারওয়ার আলম বলেন, সীমান্ত স্কয়ারের ফুডকোর্টে ৩০টি দোকান রয়েছে। অভিযানের খবর পেয়ে আগেই ২৫টিরও বেশি দোকান বন্ধ করে পালিয়ে যান মালিক ও কর্মচারীরা। বাকি পাঁচ দোকানে পরীক্ষ করে দেখা যায়, চিকেন ফ্রাই তৈরিতে শিল্প কারখানায় ব্যবহৃত রঙ ব্যবহার করা হচ্ছে। এছাড়া প্রতিটি দোকানের রান্না ঘর অস্বাস্থ্যকর। এজন্য দোকানগুলোকে মোট দুই লাখ ৫৫ টাকা জরিমানা করা হয়। এছাড়া আবার এমন কাজ করলে দোকান সিলগালা করে দেওয়া হবে বলেও তাদের সতর্ক করে দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর